ফেনীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি ও দেশীয় ওয়ান শুটারগানসহ এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রবিবার (৬ জুন) দিবাগত রাতে জেলার সদর উপজেলার ধলিয়া বাজারস্থ পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. মহিন উদ্দিন (২৮) একই উপজেলার ধলিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। এসময় তাকে তল্লাশি করে তার সাথে থাকা শপিং ব্যাগ থেকে ১টি ওয়ান শুটার গান এবং পরিহিত প্যান্টের কোমরে গুঁজে রাখা ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব সদস্যরা।
ফেনীস্থ র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মহিন উদ্দিন দীর্ঘদিন যাবত মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/