সিরাজগঞ্জের তিনটি উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বেলকুচি, শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় এ ঘটনাগুলো ঘটে।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, নিজ বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে লাইলী বেগম নামে এক নারী নিহত হন।
শাহজাদপুরের কায়েমপুর ইউপি চেয়ারম্যান হাসিবুল হক জানান, চর আঙ্গারু গ্রামে মাঠে কাজ করার সময় কৃষক জুয়েল রানা বজ্রপাতে মারা যান।
একই উপজেলার নরিনা ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, বজ্রপাতে পণ্ডিত নামে এক কৃষক নিহত হয়েছেন।
উল্লাপাড়ার উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জানান, মাঠ থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে আগদিঘল কবরস্থান এলাকায় বজ্রপাতে ফরিদুল ইসলাম নামে এক কৃষক নিহত হন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/