ফ্রান্সের লিলি শহরের কাছাকাছি ওয়ামব্রেচিসে চার সিটের ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন।
শনিবার দেশটির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
বিমানে থাকা তিনজন আরোহীর সবাই মারা গেছেন। তাদের একজনের বয়স ২৯ এবং বাকি দুজনের বয়স ৫৩ এবং ৬১ বছর।
প্রসিকিউটর ক্যারল এতিয়েনে জানিয়েছেন, রবিন এইচআর ১০০ বিমানটি উড্ডয়নের কিছু সময় পরেই বিধ্বস্ত হয়। দেশটির লিলি শহরের কাছাকাছি ওয়ামব্রেচিসের কাছে বিধ্বস্ত হয় এটি। তবে কি কারণে এটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা না গেলেও ইঞ্জিনে গোলযোগের কারণে এমনটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/