নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬৪৫ জনে।
এছাড়া জেলায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২৭ জনের।
আজ সোমবার (১৪ জুন) সকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরের ২৬ জন, বেগমগঞ্জের ১২ জন, সুবর্ণচরের একজন, সোনাইমুড়ীর ১২ জন, চাটখিলের দুজন, সেনবাগের চারজন, কোম্পানীগঞ্জের একজন ও কবিরহাটের তিনজন রয়েছেন।
এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালীর পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা ১৮ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/