ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার (১৪ জুন) ভোর থেকে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে মহাসড়কের এলেঙ্গা অংশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন।
দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এ সময় যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফার বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/