চ্যাম্পিয়নের মতোই বীরদর্পে জিতল রোনালদোর পর্তুগালইউরোর প্রথম ম্যাচে দারুণ সূচনা করেছে পর্তুগাল। গ্রুপ অব ডেতে এফ গ্রুপে হাঙ্গেরিকে হারালো রোনালদোরা। খেলা শেষ হওয়ার আগে ৮ মিনিটে তিনটি গোল দেয় চ্যাম্পিয়ন দলটি। জোড়া গোল করেন পর্তুগালের সুপারস্টার রোনালদো। প্রথম গোলটি করেন গুরেরিও।
খেলার প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালায় পর্তুগাল। কিন্তু কাঙ্খিত দেখা পাননি। সহজ সুযোগ নষ্ট করেন রোনালদোও। শেষ পর্যন্ত হাঙ্গেরির ব্যুহ ৮৪ মিনিটে ভাঙেন গুরেরিয়। তারপর শুরু হয় রোনালদোর শো। ৮৭ ও ৯২ মিনিটে গিয়ে পর পর ২টি গোল করেন তিনি। মুহুর্তে স্তব্ধ হয়ে পড়ে হাঙ্গেরির রাজধানীর বুদাপেস্ট স্টেডিয়াম। ডি-বক্সের ভেতরে কয়েকজন হাঙ্গেরির খেলোয়াড়কে দর্শক বানিয়ে গোলটি করেন সিআর সেভেন। তার এই দুই গোলের মাধ্যমে রোনালদো পৌঁছে গেছেন ১০৬ গোলে। আর ৪টি গোল হলেই তিনিই হবেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোল দাতা।
পুরো খেলায় ৭০ ভাগ বল দখলে রাখে পর্তুগাল আর ৩০ ভাগ বল দখলে রাখে হাঙ্গেরি। আর পর্তুগাল গোলপোস্টে শট নেয় ১১টি আর ৫টি শট নেয় হাঙ্গেরি।
ম্যাচের শেষ দিকে গড়লেন নতুন আরেক ইতিহাস। ইউরোপের খেলোয়াড়দের মধ্যে মেজর টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের দিনে ইউরোয় সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নিলেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার। প্রতিযোগিতার মূল পর্বে এ নিয়ে তার গোল হলো ১০টি। ছাড়িয়ে গেছেন ফ্রান্স কিংবদন্তি মিশেল প্লাতিনিকে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/