নিজের সিক্রেট ভিডিও ফাঁস করলেন নায়িকা মিমি

আপডেট: June 19, 2021 |
print news

তারকাদের জীবন নিয়ে এমনিতেই সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। এরমধ্যে অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রায়ই তার সোশ্যাল মিডিয়ায় রহস্যের ইঙ্গিত দেন। এ নিয়ে তার ভক্তদের মাঝে অন্যরকম উত্তেজনা কাজ করে।

বেশ কিছুদিন আগে জনপ্রিয় এই অভিনেত্রী কথা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি তার সিক্রেট সবার সামনে আনবেন। সেই কথা রাখতেই শুক্রবার একটি সিক্রেট ভিডিও পোস্ট করেছেন মিমি।

সারাবছর ডায়েট মেনেই চলতে হয়ে মিমিকে। তবে চিট ডে-তে কিছুটা চিটিং তো চলতেই পারে। শুক্রবার শেয়ার করা সিক্রেট-১ ভিডিওতে মিমি জানিয়েছেন পিৎজা তার ভীষণ পছন্দের খাবার।

ভিডিওতে দেখা গেছে, শ্যুট শুরুর আগে মেকআপে ব্যস্ত অভিনেত্রী। হেয়ার ড্রেসার তার চুল ঠিক করে দিচ্ছেন, অন্যদিকে অভিনেত্রী পুরো একটা পিৎজা সাবার করে দিলেন। খেতে খেতে মজার ছলে মিমিকে বলতে শোনা গেল, পিৎজা খাবেন, পিৎজা? আর ক্যাপশনে লিখেছেন, পিৎজাই জীবন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর