এর মধ্যেই ৭১ মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে ইকুয়েডরকে এগিয়ে দেওয়া গোলটি করেন গঞ্জালো প্লাতা।
রোনাল্ড হারনান্ডেজ তার প্রথম আন্তর্জাতিক গোলটি পেয়েছেন ম্যাচের অতিরিক্ত সময়ে। ৭৭ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। এতে রোববার (২০ জুন) কোপা আমেরিকার লড়াইয়ে নাটকীয়ভাবে ২-২ গোলে প্রতিপক্ষ ইকুয়েডরের সঙ্গে ড্র করে ভেনিজুয়েলা।
এর ফল হচ্ছে, বি গ্রুপের দুটি খেলা থেকে এক পয়েন্ট পেয়েছে ইকুয়েডর এবং তিনটি ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়েছে ভেনিজুয়েলা। দক্ষিণ আমেরিকার এই দেশ কখনো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়নি।-খবর রয়টার্সের
ম্যাচটি প্রথমে কিছুটা এলোমেলো হলেও শেষ দিকে রোমাঞ্চ ছড়িয়েছে। সেই রোমাঞ্চের শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে।
প্রথমে মিনিট পাঁচেক বেশ কয়েকটি আক্রমণ করে ইকুয়েডর অবশ্য ঝলক দেখানোর আভাস দিয়েছিল। কিন্তু সে ধারাটা খুব বেশি সময় ধরে রাখতে পারেনি তারা।
ম্যাচে প্রায় ৭০ শতাংশ বলের দখল রেখেও বারবারই প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারিয়েছেন ভালেন্সিয়া-কাম্পানারা। ভালেন্সিয়া গোলকিপারকে একা পেয়েও বল মেরেছেন বাইরে। কাম্পানা সহজ সুযোগ পেয়ে বল মেরেছেন প্রতিপক্ষের ডিফেন্ডারকে লক্ষ্য করে!
শেষ পর্যন্ত অবশ্য ইকুয়েডর গোলের দেখা পায় ৩৯ মিনিটে। দ্বিতীয়ার্ধেও ভেনিজুয়েলার রক্ষণে চাপ তৈরি করে খেলতে থাকে ইকুয়েডর।
কিন্তু খেলার ধারার বিপরীতে ভেনিজুয়েলা গোল শোধ করে ৫১ মিনিটে। মার্তিনেজের ক্রস থেকে দুর্দান্ত গোলটি করেন এডসন কাস্তিল্লো। এরপর লম্বা সময় ধরে চলে সেই এলোমেলো খেলা।
এর মধ্যেই ৭১ মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে ইকুয়েডরকে এগিয়ে দেওয়া গোলটি করেন গঞ্জালো প্লাতা।
৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন প্লাতা। প্রথম বল পেয়েছেন ৭০ মিনিট পেরিয়ে। নিজেদের বক্সের ডিক ওপরে বল পেয়ে ভৌঁ দৌড় লাগান প্লাতা। গতিতে ভেনেজুয়েলার দু-তিনজন খেলোয়াড়কে পেছনে ফেলে তিনি পৌঁছে যান প্রতিপক্ষের ডি-বক্সে।
কিন্তু বল মারেন সোজা গোলকিপারের গায়ে। কিন্তু ফিরে আসা বল আরেকজন খেলোয়াড়ের পা হয়ে তার পায়েই পরে। এবার ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান তিনি।
ইকুয়েডরের যখন জয়োচ্ছ্বাসের আয়োজন সাজাচ্ছিল, সমতাসূচক গোল করে বসে ভেনেজুয়েলা। যোগ করা সময়ের প্রথম মিনিটে কাস্তিল্লোর ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোলটি করেছেন ৭৭ মিনিটে বদলি হিসেব নামা রোনাল্ড হারনান্ডেজ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/