সার্বিয়ার বেলগ্রেড চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির ‘মুজার’ ৮৫তম জন্মদিন পালন করেছে। বিশ্বের এ বয়স্ক কুমিরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় (১৯৪১, ১৯৪৫) এবং ১৯৯৯ সালে ন্যাটোর নিক্ষিপ্ত বোমা হামলার শিকার হয়।
বর্তমানে এটিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুমিরের তালিকায় রয়েছে। যদিও গত বছর পর্যন্ত পৃথিবীর বয়স্ক কুমির বাস করার তালিকায় ছিল রাশিয়া। কিন্তু সেই কুমিরটি মারা যাওয়ায় মুজাই এখন পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুমির।
বয়স্ক এ কুমিরটি টিকটকে ব্যাপক জনপ্রিয়। সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটকে তার একটি ভিডিও শেয়ার করলে তা এক লাখের বেশি ভিউ হয়। এ ধরনের কুমিরের গড় আয়ু ৩০ থেকে ৫০ বছর পর্যন্ত হয়ে থাকে। তথ্যসূত্র : বিবিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/