ঢাকা লিগের সুপার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেন গাজীর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
সুপার লিগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটি জয়ও পায়নি মোহামেডান। সাদাকালো শিবির যেন নিজেদের হারিয়ে খুঁজছে। প্রথম পর্বে ১১ রাউন্ড শেষে সুপার লিগে ওঠা মোহামেডান পয়েন্ট টেবিলেও অবনমন ঘটেছে। প্রথম পর্বে চতুর্থ স্থানে থাকলেও এখন দলটি নেমেছে দুই ধাপ নিচে। পয়েন্ট ১৪ ম্যাচে ১৩!
অন্যদিকে তিন ম্যাচ খেলে ১টিতে জয় ও ১টিতে পরাজিত হয় মাহমুদউল্লাহরা। আরেকটি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যাক্ত হয়। ১৪ ম্যাচ শেষে দলের পয়েন্ট ১৫। পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে তারা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/