কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ২২৩ নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫.৬৪ শতাংশ। এ সময় ৩৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
গত ৭ দিনে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৮০ জন মারা গেছে। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছে ১ হাজার ৫'শ ৭৬ জন।
গতকাল শুক্রবার (২৫ জুন) রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসকের অফিস এ তথ্য জানিয়েছে।
এদিকে করোনা সংক্রামণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি ঠেকাতে জেলা-জুড়ে ৭ দিনের চলমান সর্বাত্মক লকডাউনের আজ ষষ্ঠ দিনেও সকাল থেকে পুলিশ তৎপরতা চালাচ্ছে। শহরের সাথে যোগাযোগের প্রায় সকল সড়কে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষের ও যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/