ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশে থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার পটিয়ামার এলাকার আজিম উদ্দিনের ছেলে কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম (৪০) এবং একই উপজেলার জঙ্গলদি এলাকার দুদু শেখের ছেলে আজিজুল (৫০)।
ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, ‘শেরপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ থেমে থাকা মালবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। আমরা গিয়ে পিকআপটিকে বের করে আনি।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/