ভুয়া টিকা নিয়ে গুরুতর অসুস্থ অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মিমি চক্রবর্তী।
সম্প্রতি পানিতে পাউডার মেশানো টিকা নেন নায়িকা। এর তিনদিন পরই অসুস্থ হয়ে পড়েন। শনিবার ভোর থেকেই তার সমস্যা শুরু হয়।
আপাতত নিজ বাড়িতে তাকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক। খবর হিন্দুস্তান টাইমস।
জানা গেছে, শনিবার ভোর থেকে অভিনেত্রীর সমস্যা শুরু হয়। পেটে মারাত্মক ব্যথা। ঘাম হচ্ছে। খবর পেয়ে মিমির হাউজ ফিজিশিয়ান তার বাড়িতে আসেন।
এমনিতেই মিমির গলব্লাডারের সমস্যা ছিল। চিকিৎসক মিমিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও রাজি হননি মিমি। তাই বাড়িতে থেকেই চলছে চিকিৎসা।
প্রসঙ্গত, কসবায় ভুয়া ভ্যাকসিন টিকা কেন্দ্রের তথ্য ফাঁস করেন মিমি চক্রবর্তী। তবে এই প্রতারণার শিকার হয়েছেন তিনি নিজেও।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/