স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি না করে সরকারের পতন ঘটাতে হবে। সরকার খালেদা জিয়াকে মুক্তি দেবে না। সব কিছুর সমাধান একটাই। যেদিন সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারবেন, সেদিন এই আদালতও খালেদা জিয়ার জামিন দেবেন। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
খালেদা জিয়াকে কোন আইনের বলে জামিন দেওয়া হলো না? প্রধান বিচারপতির কাছে এমন প্রশ্ন রেখে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফাঁসির আসামিকে জামিন দেওয়ার নজির রয়েছে। আদালতের কাজ কাউকে খুশি বা অখুশি করা না। আমরা আপনাদের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ অনেকে বক্তব্য দেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/