নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কাওছার নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (৩০ জুন) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার কেন্দুয়া জামে মসজিদের অজুখানা থেকে শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. কাউছার করটিয়া এলাকার আলী হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-গ) আবির হোসেন জানান, এলাকায় দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে কাঞ্চন পৌরসভার মেয়র ও পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের সাথে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় প্রতিদিনই দু’গ্রুপের সদস্যরা অস্ত্রের মহড়া দেয়।
গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কাওছারকে গ্রেফতার করলে তার দেওয়া তথ্যমতে কেন্দুয়া জামে মসজিদের অজুখানা থেকে শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/