চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। এ সময় নতুন করে আরও ৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ আকরাম।
ডা. এ এস এম ফাতেহ আকরাম জানান, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ৪ জনের মৃত্যু হয়েছে।
একই সঙ্গে উপসর্গ নিয়ে আরও ৪ জন মারা গেছেন। বুধবার (৩০ জুন) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ২১২ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ১৪ জন, দামুড়হুদার ২০ জন, জীবননগর ২৬ জন এবং আলমডাঙ্গার ২৬ জন।
এদিকে বুধবার (৩০ জুন) থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১ জন জীবননগর এবং ১ জন দামুড়হুদা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
তারা নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন। বাকি ২ জন মারা গেছেন সদর হাসপাতালের করোনা ইউনিটে।
করোনা ইউনিটে মারা যাওয়া ২ নই চুয়াডাঙ্গা পৌর এলাকার বাসিন্দা। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ৪ জনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/