গাজীপুরে বাসের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই নারী আহত হয়েছে। নিহতের নাম নাজমুল ইসলাম (২৮)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর নয়নপুর এলাকার আ. মতিনের ছেলে।
এলাকাবাসী জানায়, মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন নাজমুল ইসলাম।
গতকাল বুধবার বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা থেকে দুইজন নারী যাত্রীকে মোটর সাইকেলের পিছনে বসিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিলেন নাজমুল ইসলাম।
পথে মোটরসাইকেলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় সেখানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নাজমুল নিহত হন এবং মোটর সাইকেলের আরোহী দুই নারী যাত্রী গুরুতর আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়।
পরে খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ তাদের বাড়িতে নিয়ে যায়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/