সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের ১ম দিনে আজ বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী এলাকায় লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার এ, এস,এম কাসেম এর নেতৃত্বে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কোভিড-১৯" প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে, হ্যান্ড মাইকে মানুষকে সচেতন করেন, এবং কড়া নজরদারি চালিয়েছেন, সরকারি নির্দেশ অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তায় ঘুরাফেরা করা,মাস্ক ব্যবহার না করাতে ৩৫ জনকে সর্বমোট ১২,৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়।যারা জরুরি প্রয়োজনে চলাফেরা করছে তাদের অবশ্যই সরকারি আদেশ সমূহ যথাযথ ভাবে মেনে চলার নির্দেশ প্রদান করেন।
এ সময় মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এ এস এম কাসেম জানান, মনোহরদীতে ৯০% মানুষ সচেতন এবং ঘরের বাহিরে মানুষ কমই পাওয়া গেছে।
এসময় উপস্থিত ছিলেন চালাকচর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফখরুল মান্নান মুক্তু।
প্রসিকিউটর হিসেবে ছিলেন, মোঃ শাহনেওয়াজ, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক। আরও ছিলেন পুলিশ ফোর্স ও উপজেলা প্রশাসন ।
এ সময় মনোহরদী বাজার, হেতেমদী মোড়,চালাকচর বাজার,সাগরদী বাজার,ড্রেনেরঘাট সহ অভিযান চালানো হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/