অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ যাত্রায় সঙ্গী হচ্ছে ৮২ বছর বয়স্ক নারী পাইলট ওয়ালি ফাংক। জুলাই মাসেই বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের মানববহনকারী প্রথম মহাকাশযান নিউ শেফার্ড রওনা দেবে।
১৯৬০-৬১ সালে মার্কারি ১৩ প্রকল্পে প্রথম নারী হিসেবে মহাকাশযান উড়ানোর প্রশিক্ষণ নেন ফাংক। আগামী ২০ জুলাই তিনি মহাকাশ গমনকারী সবচেয়ে বয়স্ক মানুষ হবেন।
জেফ বেজোসের ইন্সট্রাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে ফাংক বলেছেন, আমার আর তর সইছে না। আমি বলব, প্রিয়, আমার জীবনে যা ঘটেছে এটিই সবচেয়ে ভালো।
ফাংক আরও বলেন, তারা আমাকে বলেছে আমি ভালো করেছি এবং অন্যদের তুলনায় দ্রুত কাজ করেছি। আমি বলেছি জ্যোতির্বিদ হতে চাই, কিন্তু কেউ আমাকে নিতে চায়নি। আমি কখনো ভাবিনি যে মহাকাশে আর যাওয়া হবে।
ভিডিওতে ফাংক জানান, অনেক মানুষ তাকে বলেছেন- তুমি মেয়ে, তোমাকে দিয়ে এটি হবে না। চিন্তা করে দেখুন, আপনি কে তা বিষয় না। চাইলে এখনও আপনি তা করতে পারেন।
লটারিতে জয়ী হওয়া এক অজ্ঞাত ব্যক্তিও বেজোস ও ফাংকের মহাকাশ যাত্রায় সঙ্গী হবেন। খবর উইয়ন
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/