চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪২১ জন। এ সময় করোনায় মৃত্যু হয়েছে চার জনের।
শনাক্তের হার ৩৪.১৭ শতাংশ। একদিনের ব্যবধানে মৃত্যু কমলেও শনাক্তের হার বেড়েছে।
আজ (শুক্রবার) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ল্যাবে এক হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষায় ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ২৮৪ জন এবং বিভিন্ন উপজেলার ১৩৭ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে- লোহাগাড়ার দুই জন, সাতকানিয়ার দুই ওজন, বাঁশ-খালীর একজন, আনোয়ারার আট জন, চন্দনাইশের একজন, পটিয়ার তিন জন, রাঙ্গুনিয়ার ছয় জন, রাউজানের ১৫ জন, ফটিকছড়ির ১৪ জন, হাটহাজারীর ১৬ জন, সীতাকুণ্ডের ৩৬ জন, মিরসরাইয়ের ৩০ জন ও সন্দ্বীপের তিন জন রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৭৩৭ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৬ হাজার ৫৪৭ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৩ হাজার ১৯০ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হওয়া চার জনের মধ্যে দুই জন নগরের ও দুই জন নগরের বাইরের বাসিন্দা।
করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৭১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৭৯ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৩১ জন।
বৃহস্পতিবার (১ জুলাই) চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছিল ৫৫২ জনের। মৃত্যু হয়েছিল পাঁচ জনের। শনাক্তের হার ছিল ২৬.৭৭ শতাংশ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/