ইউরোর প্রথম কোয়াটার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। শেষ চারে ওঠার লড়াইয়ে মাঠে নামতে মুখিয়ে আছে দুই দল।
কেউ ছেড়ে কথা বলবে না কাউকেও। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ১০টায়। অনুশীলনে স্বতস্ফুর্ত ভ্লাদিমির পেতকোভিচের ছেলেরা। কয়েক ঘণ্টা বাদেই যে মাঠে নামতে হবে ইউরোপ সেরা হওয়ার দৌড়ে। যেখানে প্রতিপক্ষ শক্তিশালী স্পেন।
শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সকে হারানোয় মনোবল চাঙ্গা সুইসদের। স্প্যানিশদের বিপক্ষে অধিনায়ক গ্রানিত ঝাকাকে ছাড়াই মাঠে নামতে হবে সুইজারল্যান্ডকে। তাই দলে ফিরতে পারেন ডেনিস জাকারিয়া। ৩-৫-২ ফরমেশনে দল সাজানোর কথা ভাবছেন কোচ পেতকোভিচ।
এদিকে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত সময় পার করেছে স্প্যানিশ কোচ লুইস এনরিকের ছেলেরাও। ৪-৩-৩-এ মাঠ সাজানোর পরিকল্পনা কোচের। আগের খেলায় ক্রোশিয়ার বিপক্ষে ভালো করায় সুইসদের বিপক্ষে শুরুর একাদশে আসতে পারেন জর্দি আলবা। দলে নেই বড় কোনো ইনজুরি সমস্যাও।
দুদল এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ২২ বার। ১৬ বারই জিতেছে স্পেন, সুইসরা মাত্র ১ বার। ড্র হয়েছে বাকি ৫ ম্যাচ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/