ভূমধ্যসাগরে প্রায় ৮০০ অভিবাসীকে নিয়ে যাচ্ছিল একটি জলযান। লিবিয়ার কোস্ট গার্ড তার উপর দুই বার গুলি চালায়। এমনই এক খবর প্রকাশ করেছে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে।
এদিকে, সি-ওয়াচ ইন্টারন্যাশনাল একটি ভিডিও প্রকাশ করেছে এ ঘটনার। যা জার্মানির এক বেসরকারি সংস্থার ক্যামেরায় ধরা পড়েছে। এতে দেখা যায়, ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা লক্ষ্য করে লিবিয়ার কোস্ট গার্ডের সদস্যরা গুলি ছুড়ছে।
জানা গেছে, সি-ওয়াচের একটি এয়ারক্রাফট আকাশে টহল দিচ্ছিল। সেসময় তাদের ক্যামেরায় ভিডিওটি ধরা পড়ে। গত বুধবার এই দৃশ্য ধারণ করে। ফলে, তীব্র সমালোচনার মুখে পড়েছে লিবিয়ার কোস্ট গার্ডের সদস্যরা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/