যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ২২ হয়েছে। শুক্রবার ধ্বংসাবশেষ থেকে আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ছাড়া সোমবার ফ্লোরিডায় হারিকেন এলসা আঘাত হানতে পারে এমন পূর্বাভাসের পর মায়ামির আরেকটি ঝুঁকিপূর্ণ ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
এর আগে গেল ২৪ জুন মায়ামির সার্ফসাইড এলাকার চ্যাম্পলেইন টাওয়ার্স সাউথ নামের ১২-তলা আবাসিক ভবনটি ধসে পড়ে।
এঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ১২৬ জন। নয় দিনের উদ্ধার অভিযানে জীবিত উদ্ধার হয়নি কেউই। ৪০ বছর আগে নির্মিত ভবনটি ধসে পড়ার কারণ এখনও জানা যায়নি। তবে ২০১৮ সালের একটি প্রতিবেদনে ভবনটির নকশায় কিছু ত্রুটি ছিল বলে জানানো হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/