মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর এই পবিত্র উৎসব পালনের সম্ভব্য তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক জোতির্বিজ্ঞান কেন্দ্র। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতসহ অনেক মুসলিম দেশে ২০ জুলাই ঈদুল আজহা পালিত হবে।
১০ জুলাই শনিবার ১৪৪২ হিজরি জিলহজ মাস শুরু হচ্ছে। আর আগামী ১৯ জুলাই আরাফার দিন এবং ২০ জুলাই ঈদুল আজহা পালিত হবে। এ হিসেব করেই তারিখ ঘোষণা করেছে দেশটির সরকার। তবে সবকিছুই চাঁদ দেখার উপর নির্ভর করছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবারও বিদেশিদের জন্য হজ পালন বাতিল করেছে সৌদি আরব। দেশটিতে এই মুহূর্তে যারা বসবাস করছেন তারাই এবার হজ পালন করতে পারবেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/