ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে ২ জন করোনা শনাক্ত হয়ে এবং ৭ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মারা যান।
আজ শনিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এলাচি খাতুন (৭০) ও পাগলা থানার আফাজ উদ্দিন (৬৫) মারা গেছেন।
তিনি আরও বলেন, এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহের গফরগাঁওয়ের ইকবাল হোসেইন (৪৫), ফুলপুরের রোখসানা আক্তার (৩৫), ঈশ্বরগঞ্জের মোমেনা (৬৫), নেত্রকোনার আটপাড়া উপজেলার সিদ্দিকুর রহমান (৬৫), কলমাকান্দার আমেনা খাতুন (৬০), জামালপুরের ইসলামপুর উপজেলার আম্বিয়া (৫৭) ও মেলান্দহের মোমেনা (৬৫)।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/