ফরিদপুর জেলায় একদিনে নতুন করে ১৪৮ জনের করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে ফরিদপুর সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন।
ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৭৬টি নমুনার ১৭০টি পজেটিভ রিপোর্ট আসে। করোনায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
ফরিদপুরের অন্যান্য উপজেলার মধ্যে আলফাডাঙ্গায় ১২ জন, নগরকান্দায় ৭ জন, মধুখালীতে ৭ জন, ভাঙ্গায় ৮ জন, বোয়ালমারীতে ৮ জন এবং সদরপুরে ২৩ জনের করোনা পজেটিভ হয়েছে। ফরিদপুর জেলায় এখন পর্যন্ত করোনার রোগী রয়েছে ১ হাজার ৭শ ৫৯ জন।
ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলায় করোনায় আক্রান্তের হার দ্রুত হারে বাড়ছে। এতে করে হাসপাতালে চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/