তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, গ্যাস সরবরাহ পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১২ ঘণ্টা নরসিংদী শহর ও এর আশপাশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার বিকেল ৩টা থেকে আজ দিবাগত রাত ৩টা পর্যন্ত ঘোড়াদিয়া, দাশপাড়া, শাহেপ্রতাপ, চিনিশপুরসহ নরসিংদী শহর এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এছাড়া, শিলমান্দী, পাঁচদোনা এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও জানিয়েছে তিতাস।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/