পোল্ট্রি ফার্মে বিদ্যুতের তার দিয়ে তৈরী করা শেয়াল মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বিরেন রায় (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত বিরেন রায় ওই গ্রামের মৃত মনোরনঞ্জন রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, পোল্ট্রি ব্যবসায়ী বিরেন রায় শেয়াল মারতে প্রতি রাতে ফার্মের চারদিকে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাতে বাড়ি ফিরেন।
রোববার সকালে পোল্ট্রি ফার্মে এসে বিদ্যুতের সংযোগ না খুলে অসাবধানবশত ঢুকে পড়লে নিজেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
পরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/