যশোরে গত ২৪ ঘণ্টায় ৫৭২ জনের নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত ও করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৫৭২ জনের নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ। নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জন করোনা রোগী ছিলেন। বাকি ১০ জনের উপসর্গ ছিল।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২১৬ জন। এপর্যন্ত শনাক্ত হয়েছে, ১৩ হাজার ৩৭ জন। সুস্থ্য হয়েছেন ৭ হাজার ৪শত ৬৯জন। করোনা পজেটিভ রোগী মারাগেছে ১৬৯ জন৷ যশোর সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৮৫ জন, কেশবপুরে ৬ জন, ঝিকরগাছায় ৩২ জন, অভয়নগরে ৪৭ জন, মনিরামপুরে ৩ জন, বাঘারপাড়ায় ৯ জন, শার্শায় ৩ জন, চৌগাছা উপজেলায় ১০ জন নতুন করে শনাক্ত হয়েছে৷
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/