টিকা নেয়াই এখন সবচেয়ে বড় দেশপ্রেমের কাজ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রবিবার হোয়াইট হাউসে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাইডেন বলেন, মহামারির মধ্যে এক বছরে ব্যথা ও ভয় কাটিয়ে আলোর পথে যুক্তরাষ্ট্র। এখন সবাইকে টিকা নিতে হবে।
২৪৫তম জন্মদিন পার করল যুক্তরাষ্ট্র। মহামারির শোক কাটিয়ে উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো দেশ।
১ বছরের বেশি সময় ধরে প্রায় সব উৎসব আয়োজন বন্ধ থাকার পর নাগরিকদের সাধারণ জীবনে ফিরে যাওয়ার ইঙ্গিত দিতে স্বাধীনতা দিবসে আকাশে ছিল আতশবাজি।
উৎসব উদযাপনে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। বিশেষ এই দিনে করোনা মোকাবিলায় সবাইকে অংশ নেয়ার ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সব কিছু আবার নতুন করে শুরু হলেও করোনা এখনো অদৃশ্য হয়ে যায়নি বলে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এ বছরের ৪ জুলাই আমাদের জন্য বিশেষ একটি দিন। মহামারিতে ব্যথা, ভয়, অন্ধকার আর বিচ্ছিন্নতার একটি বছর শেষে আমরা এখন আলোর পথে।
এই দিন সাধারণ মানুষের উৎসবের জন্য খুলে দেয়া হয় হোয়াইট হাউসের দরজা। যেখানে উৎসব উদযাপনে অংশ নেন প্রায় ১ হাজার মানুষ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/