উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী বিজেপি নেতা কল্যাণ সিংকে লখনৌর সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়ে।
হাসপাতাল থেকে এক বিবৃতিতে বলা হয়, কল্যাণ সিংকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার ব্লাড প্রেশার হার্টবিট স্বাভাবিক ছিল। তবে কিছুটা অবচেতন ছিলেন তিনি। তার সাম্প্রতিক শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
কল্যাণ সিংয়ের চিকিৎসায় উচ্চতর মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
কল্যাণ সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন রাজস্থানের গভর্নরও।
বিজেপির প্রবীণ এ নেতার শরীর বেশ কিছু দিন ধরেই ভালো যাচ্ছে না। সম্প্রতি ৮৯ বছর বয়সী এ বিজেপি নেতাকে ড. রাম মনোহার লোহিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের বিজেপির প্রধান দেব সিং অসুস্থ কল্যাণ সিংকে দেখতে যান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। খবর এনডিটিভি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/