বহুদিন হল ছবি পরিচালনা থেকে দূরেই ছিলেন করণ জোহর। দীর্ঘ ৫ বছর করণকে শুধু প্রযোজক হিসাবেই পেয়েছেন সিনেমাপ্রেমীরা। আবারও একবার পরিচালকের আসনে ফিরছেন করণ জোহর।
সোমবার ধর্ম প্রোডাকশনের তরফে করণের পরিচালনায় ফেরার কথা জানিয়ে একটি পোস্ট করা হয়েছে। একটি ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, ''তিনি ফিরছেন!
দীর্ঘ পাঁচ বছর পর আবারও পরিচালকের আসনে ফিরেছেন করণ জোহর। সময় এসেছে আবারও চিরকালীন কিছু প্রেমের গল্প, জাঁকজমকপূর্ণ কাস্ট, অবিস্মরণীয় সুরের সঙ্গে বৃহত্তর-জীবনকে লেন্সে তুলে ধরার! আপনি কি আবারও এই ম্যাজিক্যাল অনুভূতি অনুভব করতে প্রস্তুত? '' মঙ্গলবার সকাল ১১টায় বড় কিছু ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, শেষবার ২০১৬ সালে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটি পরিচালনা করেছিলেন করণ জোহর। যে ছবিতে দেখা গিয়েছিল রণবীর কাপুর, অনুষ্কা শর্মা ও ঐশ্বর্য রাই বচ্চনকে। ২০২০-তে করণ জোহর রণবীর সিং, করিনা কাপুর খান, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভূমি পেডনেকর, জাহ্নবী কাপুর এবং অনিল কাপুরকে নিয়ে 'তখত' ছবিটি বানানোর কথা ঘোষণা করলেও পরবর্তীকালে ছবির বিষয়ে আর কিছু জানানো হয়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/