যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ভবনধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে।
ভবনধসের ১২ দিন পরও নিখোঁজ রয়েছে ১১৭ জন। এদিকে একদিন বন্ধ থাকার পর সোমবার থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয় বলে জানিয়েছে মিয়ামির মেয়র।
এর আগে, রবিবার ধসে পড়া ভবনটির বাকি অংশ ভেঙে ফেলা হয়েছে। মৌসুমি ঝড় এলসার আঘাত হানার আশঙ্কায় স্থানীয় সময় রবিবার রাতে বিস্ফোরণের মাধ্যমে এটি ভেঙে ফেলা হয় ওই অংশে কোনো মানুষ ছিল না। বিস্ফোরণের আগে বন্ধ করে দেয়া হয় উদ্ধারকাজ।
গত ২৪ জুন ১২ তলা ভবনটি ধসে যায়। ভবনধসের কারণ এখনো জানা যায়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/