মহামারির মধ্যে ডিজিটাল অর্থনীতি বেশি বাড়ছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায়।
২০২৩ সালের মধ্যে এই অঞ্চলের ডিজিটাল অর্থনীতি ২০২০ সালের চেয়ে দ্বিগুণেরও বেশি হবে। এ ক্ষেত্রে বেশি অবদান রাখবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। ২০২০ সালে এই অঞ্চলের ডিজিটাল অর্থনীতি ছিল ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার কোটি ডলার।
গবেষণা বলছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ৯০ শতাংশেরও বেশি গ্রাহক জানিয়েছেন- তারা অনলাইনে খুচরা পণ্য কিনেছেন।
এ হার যে কোনো উন্নত দেশের তুলনায় বেশি। উন্নত দেশগুলোতে ডিজিটাল গ্রাহকের হার প্রায় ৭০ শতাংশ। এই খাতের অবদান ২০১৯ সালে ২৭ শতাংশ থেকে বেড়ে ২০২০ সালে ৪১ শতাংশে দাঁড়িয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/