সারাদেশে কঠোর বিধিনিষেধের সপ্তম দিন আজ। ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে এ বিধিনিষেধ।
বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে চলছে ব্যক্তিগত গাড়ি। সেই সাথে চলছে রিকশাও।
চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। প্রয়োজন জেনে তার পর রাস্তা দিয়ে সবার চলাচল নিশ্চিত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ব্যাংক-বীমা এবং পুজিঁবাজারে লেনদেন শুরু হওয়ার ফলে রাজধানীর রাস্তায় জনসমাগম ও যানবাহন বাড়ছে। তবে চলমান বিধিনিষেধে বন্ধ আছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে আসন্ন কোরবানির ঈদ পর্যন্তও কঠোর বিধিনিষেধ চলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ ঘোষণা করে সরকার।
এ সময়ে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়। এরপর গেল জুলাই ৭ দিনের কঠোর বিধিনিষেধ বাড়িয়ে ১৪ দিন করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/