নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন আরও ১৫৬ জন।
বুধবার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তের হার ৩১ দশমিক ৩৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯৭টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৭৭২ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২২৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪০৭ জন।
আক্রান্ত ১৫৬ জনের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৫৩ জন, সদর উপজেলায় ৩১ জন, বন্দর উপজেলায় ৩১ জন, রূপগঞ্জ উপজেলায় ২৪ জন, সোনারগাঁওয়ে ১৩ জন এবং আড়াইহাজার উপজেলায় ৪ জন শনাক্ত হয়েছেন।
মারা যাওয়া দু'জনের বয়স যথাক্রমে ৫৮ ও ৬০ বছর। দু'জনেই নারায়ণগঞ্জ খানপুর করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/