ময়মনসিংহের মুক্তাগাছায় আজ শনিবার (১০ জুলাই) সকাল ৯টায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক উপজেলার কুমারগাতা ইউনিয়নের সাত্রাশিয়া মৌজায় মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ের ২২টি নির্মিত ও নির্মানাধীন ঘর পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি উপজেলা টাস্কফোর্স কমিটির সম্মানিত সদস্যদের সাথে মতবিনিময় করেন। এই সময় তিনি আশ্রয়ণের ঘরসমূহ যেনো ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী নির্মাণ করা হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান(প্যানেল), উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), পিআইও, উপজেলা প্রকৌশলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/