সম্প্রতি অ্যামাজনের সিইও পদ থেকে পদত্যাগ করেছেন জেফ বেজোস। চলতি মাসেই ভাই এবং সবচেয়ে ভালো বন্ধু মার্কের সঙ্গে মহাকাশে যাচ্ছেন ৫৭ বছর বয়সি এ ধনকুবের। এর পর কী করবেন তিনি? আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, এবার সিনেমায়ও নজর দিয়েছেন বেজোস। অ্যামাজন স্টুডিয়োজ-এর ব্যানারে নির্মিত হবে ছবিটি। এই কাজে তার অংশীদার হয়েছেন হলিউড তারকা ডোয়েন জনসন। ইতোমধ্যেই নিজের ইনস্টাগ্রামে তার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন বেজোস। সমুদ্রের ধারে হাসি মুখে দেখা যায় দুজনকে। তবে সিনেমার নাম বা এর কুশীলব সম্পর্কে বিস্তারিত কিছু জানানি বিজ্ঞান কল্পকাহিনীর পাড় ভক্ত বেজস। অবশ্য সিনামা বানালেও কেবল তারকা জগতেই বুঁদ হবেন না তিনি। নিজের কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে থেকে অ্যামাজনের তহবিলে বৈদ্যুতিক পিকআপ তৈরির কাজও এগিয়ে নেবেন। পাশাপাশি বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণে ‘ব্লু অরিজিন’-কে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়। আগামী ২০ জুলাই তারই একটিতে বেজোস ও তার ভাই উড়াল দেবেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/