বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন ৷ নিহতের নাম আব্দুল মোতালেব (৫৫)।
গতকাল রবিবার রাত ৮টার দিকে উপজেলার মাঝিড়ার বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোতালেব শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর নতুন পাড়ায় বসবাস করতেন। তিনি ২০১৭ সালে সেনাবাহিনীর সৈনিক হিসেবে অবসর নেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) একেএম বানিউল আনাম জানান, রাত ৮টার দিকে আব্দুল মোতালেব মোটরসাইকেলে মাঝিড়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে টাঙ্গাইলগামী ভূট্টাবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার পর হাইওয়ে পুলিশ চালক ও ট্রাকটিকে আটক করেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/