ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম জেরুজালেমের সরকারি বাসভবন ছেড়েছেন। নাফতালি বেনেতের জোটের কাছে হারের এক মাস পর রবিবার সকালে তিনি বাসাটি ছাড়েন।
আনাদোলুর খবরে বলা হয়েছে, বেলফোর স্ট্রিটের সরকারি বাসভবনটি থেকে নেতানিয়াহুর গাড়ি বহরের অনেক যানবাহন ত্যাগ করে।
বেনেত ক্ষমতা গ্রহণের পরই তার সঙ্গে নেতানিয়াহু একটি সমঝোতা করেছিলেন। সেই সমঝোতা অনুসারে জুলাই মাসের ১০-১১ তারিখের মধ্যে বাসভবনটি ছেড়ে গেলেন তিনি।
উত্তর ইসরায়েলের কায়েসারিয়া এলাকায় বেসরকারি বাড়িতে নেতানিয়াহুর পরিবার এখন অবস্থান করবে।
পশ্চিম জেরুজালেমের গাজা স্ট্রিটে তাদের অ্যাপার্টমেন্ট মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন তারা। ২০০৯ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই অ্যাপার্টমেন্টেই বাস করতেন তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/