বিগত কয়েক সপ্তাহে দেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দৈনিক মৃত্যুহারের দিক দিয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে চার নম্বরে।
আজ মঙ্গলবার ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।
আজ রাত ১২টা ৫০ মিনিটে ওয়োর্ল্ডোমিটার থেকে নেওয়া।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই তালিকায় প্রথমে রয়েছে ইন্দোনেশিয়া। আর দ্বিতীয় ও তৃতীয়তে রয়েছে যথাক্রমে রাশিয়া ও ভারত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২২০ জন মারা গেছেন। একই সময়ে ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এ যাবৎকালে একদিনে সর্বোচ্চ শনাক্ত। আর এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ২৩০ জনের। সেটি ছিল এ যাবৎকালে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/