লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিক সেলিম সম্রাটের ওপর হামলাকারী ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে ওই উপজেলার পারুলিয়া তিস্তা নদীর পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।
এর আগে গত রোববার ওই উপজেলার বড়খাতা এলাকায় হামলার শিকার হয় দৈনিক বাহান্নোর আলো পত্রিকার সাংবাদিক সেলিম সম্রাট।
ওই হামলার একটি ভিডিও ভাইরাল হলে সারাদেশে সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
আটক ৩ জন হলেন, বড়খাতা এলাকার আব্দুর রহমানের পুত্র তাইজুল ইসলাম মুকুট, আলী রেজা বাদল ও তাইজুল ইসলাম মুকুটের পুত্র মিরাজুল ইসলাম হৃদয়।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/