ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ইউসুফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আলাকপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, বিকেলে ইউসুফ বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে খেলাধুলা করছিল। এ সময় আখাউড়া থেকে আসা একটি মাইক্রোবাস ইউসুফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন ইউসুফকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ঘাতক মাইক্রোবাসটি শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/