সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।
আজ রবিবার (১৮ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৬৮ জন। এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮১ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮২৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৩৭ জন। মোট রোগীর সংখ্যা ১ হাজার ২০৮ জন। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহ্বান জানান সিভিল সার্জন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/