বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
ডি ক্রোকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লায়েনের সাথে জার্মানি সীমান্তের কাছে পূর্ব বেলজিয়ামের নদীর উপত্যকায় যোগ দেন। এলাকাটিও দারুণভাবে ক্ষতিগ্রস্ত।
সর্বশেষ সরকারি হিসেবে ২০ জনের প্রানহাণির ও এখোনো পর্যন্ত ২০ জনের বেশি নিখোঁজ থাকার কথা জানা গেছে। লিজের কাছে অ্যাঞ্জেলিয়ার পুলিশ জানিয়েছে, তারা রাতে কমপক্ষে আরো একটি লাশ পেয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা সতর্ক করে দিয়েছে।
সংকট কেন্দ্রের একজন মুখপাত্র বলেছেন, দিনের শেষদিকে একটি নতুন সরকারি চিত্র দেওয়া হবে। নিশ্চিত যে, এতে মৃতের সংখ্যা বাড়বে।
কয়েক দিনের প্রচন্ড বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার মিউস অঞ্চলে ঘনবসতিপূর্ণ উপত্যকায় বন্যা দেখা দেয়।
শনিবার আকাশ কিছুটা পরিষ্কার ছিল ও ঝড়ো বৃষ্টিপাতও কম হয়, কিন্তু বন্যা অপসৃত জলের প্রভাবে স্থানীয় ১২০টি অঞ্চলজুড়ে বিধ্বংসের দৃশ্যে ছেয়ে যায়।
পুলিশ ঘরে ঘরে গিয়ে বাসিন্দাদের খোঁজ খবর নেয়। ডি ক্রো বেলজিয়ামের জাতীয় দিবসের প্রাক্কালে মঙ্গলবার সরকারি শোক দিবস ঘোষণা করেন। খবর এএফপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/