বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪ জন পজিটিভসহ ১০ রোগী মারা গেছেন। একই সময়ে পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হয়েছে শতকরা ৫৭.১৪ ভাগ।
হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা যান ১০ জন। এর মধ্যে চার জনের করোনা পজিটিভ ছিল। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ রোগী। যাদের মধ্যে সাতজন পজিটিভ ছিলেন।
একই সময়ে উপসর্গ নিয়ে ৫৬ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ১৬ জন পজিটিভ রোগী আছেন। আর ২২টি আইসিইউ বেডের বিপরীতে ২২ রোগী চিকিৎসা নিচ্ছেন।
রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ২৮৩ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮৯ জনের। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।
এদিকে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শনিবার রাতের সব শেষ রিপোর্টে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়। শনাক্তের হার ৫৭.১৪ ভাগ।
২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিল পাঁচ হাজার ৬৬৪ জন। এদের মধ্যে এক হাজার ৬৬৩ জন পজিটিভ ছিলেন।
এ ছাড়া ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৪৭২ জন। তাদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ৩৩১ জন। মারা গেছেন ৯০৯ জন। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিল ২৫০ জন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/