ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির সংকট চলাকালীন একজন নিহত হয়েছেন। খুজেস্তান প্রদেশের গর্ভনর বলছেন, বিক্ষোভে দুর্ঘটনাক্রমে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ওই ব্যক্তি। তবে প্রতিপক্ষ এ ঘটনার জন্য নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করছে।
গেলো মার্চ থেকে খরা চলছে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে। এ কারণে দেখা দিয়েছে পানির সংকট। আর এজন্য সবচেয়ে বেশি ভুগছে কৃষক ও সাধারণ মানুষ। পানির জন্য চরম মাত্রায় রুপ নিয়েছে বিক্ষোভ। দেশটির শাদেগান শহরে বিক্ষোভ চলাকলীন পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই ব্যক্তি।
স্থানীয় ভারপ্রাপ্ত সরকার জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়া হলে ভুলক্রমে একটি গুলি ওই ব্যক্তির বুকে গিয়ে লাগে আর এতে করে তিনি নিহত হন। নিহত ব্যক্তি সংখ্যালঘু আরব সম্প্রদায়ের সদস্য ছিলেন।
এদিকে শুক্রবার ইরান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খুজেস্তানে একটি প্রতিনিধ দল পাঠিয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/