গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন এবং উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১২৬ জন।
আজ রবিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
করোনায় মারা যাওয়া সাতজন হলেন- কাহালুর ফাতেমা (৫৫), সদরের ইজাজুল (৬৮), লতিফপুর এলাকার আজিজুল (৮২), সদরের আনোয়ার (৬৮), সদরের রাজিয়া (৬০), সারিয়াকান্দির নূর জাহান (৬১) এবং সদরের সাহেরা (৪০)। এ ছাড়া বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন।
ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬১৫টি নমুনা পরীক্ষা করে ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১০৭ জন, জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় ১৩ জন এবং অ্যান্টিজেন পরীক্ষায় ২৮০ নমুনায় ৫৯ জন, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৬ নমুনায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৭০ শতাংশ।
তাদের মধ্যে সদরে ১৩০, শাজাহানপুরে ১৯, শেরপুরে ১৮, কাহালুতে ৬, নন্দীগ্রামে ৪, সোনাতলায় ৩, শিবগঞ্জে ৩, দুপচাঁচিয়ায় ৩, ধুনটে ৩, গাবতলীতে ৩, সারিয়াকান্দিতে ২ এবং আদমদীঘিতে একজন রয়েছেন। এ ছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১২৬ জন।
ডা. তুহিন আরও জানান, জেলায় এ পর্যন্ত ১৭ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৩৯ জন এবং ৫০৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১৩১ জন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/