ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সৃষ্টি হয়েছে প্রায় ১৭ কিলোমিটার যানজট। ঈদে ঘরমুখো মানুষ ও অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের পৌলী থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্ট এ যানজটে চরম দুর্ভোগে পড়েছে আবালবৃদ্ধবণিতা।
বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে ফাড়ির সার্জেন্ট ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে আজ সোমবার ভোর থেকেই ঈদে ঘরমুখো যানবাহনের চাপ বেড়ে যায়। এতে করে চন্দ্রা থেকে চার লেনের যানবাহন যখন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের রাস্তায় প্রবেশ করে তখন যানবাহনের জট সৃষ্টি হয়। এ কারণেই এ সড়কে মূলত যানজট হচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এদিকে তীব্র এ যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এছাড়াও গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরাও পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। যানজটে আটকা পড়ে অসুস্থ হয়ে পড়ছেন নারী, শিশু ও বৃদ্ধরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/