পশ্চিম কেনিয়ার একটি মহাসড়কে পেট্রোল ট্যাঙ্কার উল্টে গিয়ে বিস্ফোরণে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরও বেশ কিছু লোক আহত হয়েছে। পুলিশ রবিবার এ কথা জানায়।
শনিবার গভীর রাতে নাইরোবির উত্তর-পশ্চিমে প্রায় ৩১৫ কিলোমিটার (১৯৫ মাইল) দূরে মালাঙ্গার কাছে জ্বালানি ট্রাকটি অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষে উল্টে যায়।
সিয়া কাউন্টির স্থানীয় পুলিশ প্রধান চার্লস বলেন, ‘আমরা ঘটনাস্থলে বারোটি লাশ গণনা করেছি। অপর একজন আহত হয়ে হাসপাতালে মারা যান।’
তিনি জানান, অনেককে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। খবর এএফপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/